দিনব্যাপী অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা

 

পিবিএ,নাটোর: নাটোরের গুরুদাসপুরে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধকতা বিষয়ক উপজেলা পর্যায়ে দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বাস্তবায়নাধীন “ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ” প্রকল্পের কার্যক্রমের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মিজানুর রহমান। কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান। অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার।
ওয়ার্কশপে অটিজমের কারণ, লক্ষণ ও প্রতিকার, একীভূত শিক্ষা এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন – ২০১৩ বিষয়ে সেশন পরিচালনা করা হয়।

অটিজমের বিভিন্ন বিষয় ও সচেতনতামুলক বক্তব্য তুলে ধরে বক্তব্য দেন নাটোর এন এস গভ:মেন্ট কলেজের সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান, রাজশাহীর এস টি ডির এ্যসিষ্ট্যান ডিরেক্টর মোছা: নাসিমা খাতুন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো, শফিকুল ইসলাম উপজেলা প.প কর্মকর্তা মুজাহিদুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান সেশনগুলো পরিচালনা করেন।

ওয়ার্কশপে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ইমাম,বিশেষ সুবিধা ভোগী শিশুদের অবিভাবকসহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। এছাড়া স্কুল মাদ্রাসা ও কলেজের প্রধান, সহকারী প্রধান, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ইমাম, এনজিও প্রতিনিধিসহ শতাধিক লোক অংশ নেন।

পিবিএ/এনএইচ/হক

আরও পড়ুন...