পিবিএ, দিনাজপুর : দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জেলা সদরের কাউগাঁ মোড়ে ট্রাক চাপায় মোটর সাইকেলের চালকসহ দুইজন নিহত হয়েছে। আজ সোমবার ভোর সাড়েটার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে আব্দুস সামাদ চিরিরবন্দরের আমতলীর বাসিন্দা এবং আমিজ আলী সদরের বনতাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তারা লিচু ব্যবসায়ী। ভ্যানে করে শহরের পাইকারির বাজারে লিচু নিয়ে আসার সময় দুর্ঘটনার শিকার হয়েছে উভয়কে বহনকারি মোটর সাইকেলটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাউগাঁ এলাকায় বিপরিতমূখি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ঘে দুর্ঘটনাস্থলে প্রাণ হারান মোটর সাইকেল চালকসহ আরোহী।
পিবিএ/এসইউএ/জেডআই