দিনাজপুরের বোচাগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে সাবেক কউন্সিলর নিহত

পিবিএ, দিনাজপুর : দিনাজপুরের বোচাগঞ্জের হাটরামপুর বাজারের পার্শ্বে শালবাগান এলাকায় মাদক চোরা কারবারীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে আইয়ুব আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ব্যবসায়ীক প্রভাব বিস্তার এবং অভ্যন্তরিন দ্বন্দ্বে সোমবার দিবাগত মধ্যরাতে দুপক্ষের মধ্যে গোলাগুলির ওই ঘটনা ঘটেছে বলে দাবি করছেন আইন প্রয়োগকারি সংস্থার লোকেরা। ।

আইয়ুব আলী ইতিপূর্বে একবার সেতাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। তিনি বোঁচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার রেল কলোনিপাড়ার আবদুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদক চোরাচোলানিসহ কয়েকটি মামলা রয়েছে।

ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, বিশেষ অভিযানের অংশ ডিবি পুলিশের একটি দল বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর শালবাগান এলাকায় বিশেষ চালাচ্ছিল। এসময় শালবাগানের ভিতরে গোলাগুলির শব্দ পেয়ে স্থানীয় পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হন তারা । এসময় পুলিশ সদস্য এবং স্থানীয়দের জানমালের রক্ষার্থে ৭ রাউন্ড ফাকা গুলি ছুড়েন তারা। গুলির শব্দ থামলে শালবাগানের মাঝখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে দ্রুত পুলিশের পিকআপে তুলে দিনাজপুরের এম আব্দুর রহিম কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পরিচয় নিশ্চিত হন নিহত ব্যক্তি আইয়ুর একজন চিহ্নিত সন্ত্রাসী-মাদক কারবারী।

একই সময়ে ঘটনাস্থল থেকে একটি ওয়ান স্যুটার গান, ২ রাউন্ড গুলি, ২টি অবিস্ফরিত ককটেল, ২টি লোহার হাসুয়া, ২টি জিপারে ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তারা।

ডিবি পুলিশের পরিদর্শক এটিএম গোলাম রসুল জানান, মাদক ব্যবসায়ীদের মধ্যে অর্ন্তদ্বন্দ্ব আধ্যিপত্ত বিস্তারকে কেন্দ্র করে ওই গোলাগুলির ঘটনায় হত্যাকান্ড সংঘটিত হয়েছে।

পিবিএ/ সালাহ উদ্দিন আহমেদ /জেডআই

আরও পড়ুন...