দিনাজপুরের হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু, আবেদন ৯৬ হাজার ৭২৩টি

পিবিএ, দিনাজপুর : দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সকাল ৯টা থেকে “ডি” ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন পরীক্ষা গ্রহন করা হবে চারটি শিফটে। ৮টি অনুষদের মধ্যে পছন্দের বিষয়ে ভর্তি হতে আবেদন পড়েছে ৯৬ হাজার ৭২৩ টি। তবে এর মধ্যে আসন অনুযায়ী ভর্তির সুযোগ পাবে মাত্র ২ হাজার ৫শ ছাত্রছাত্রী।

সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহনে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও পরীক্ষার্থী এবং সঙ্গে আসা অভিভাবকদের আবাসন এবং ন্যায্যমূল্যে খাদ্য পানীয়সহ সার্বিক ব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় হোটেল মালিকসহ সংশ্লিষ্টদের সাথে কয়েক দফায় সমঝোতা সভা করেছেন বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেম। ব্যবস্থা তদারকি করছেন তারা। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকটি ভ্রাম্যমাণ টিম ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাহিরের বিভিন্ন হোটেল ও মেস পর্যবেক্ষন করা হচ্ছে।

বদলি পরীক্ষার্থীর খবর পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নেবে ভ্রাম্যমাণ আদালত। এবার প্রথমবারের মত অবিভাবকদের জন্য ক্যাম্পাসে বসার ব্যবস্থা, অস্থায়ী ওয়াসরুম, স্পেশাল বাস সার্ভিসসহ সুন্দর কিছু উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে তিনি সার্বিক সহযোগিতার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব, সাংবাদিকসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছে ব্শ্বিবিদ্যালয় পরিবার ।

সকালে পরীক্ষা হল পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেম। এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডাঃ মোঃ ফজলুল হকসহ অন্যান্যরা।

পিবিএ/ সালাহ উদ্দিন আহমেদ/জেডআই

আরও পড়ুন...