পিবিএ,ফুলবাড়ী (দিনাজপুর): গত বুধবার রাতে ফুলবাড়ী পৌরএলাকার তেতুলিয়া গ্রামে জিয়ার অটো মিলে এ ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দিনাজপুরের ৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক এবং পর্যটন কেন্দ্র স্বপ্নপুরীর স্বত্ত্বাধিকারী দেলোয়ার হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিল সংস্কারের কাজ চলার কারণে মানিক ওই মিলেই রাত্রিযাপন করতেন। আজ বৃহস্পতিবার সকালে লোকজন মানিকের খোঁজ করতে গেলে ঘরের দরজা বন্ধ পান। পরে ঘরের পিছনে বারান্দার তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ওসি মো. ফখরুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্টের ভিত্তিতে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।
পিবিএ/প্লাবন শুভ/এসডি