পিবিএ,ফুলবাড়ী (দিনাজপুর): সকাল সাড়ে ১১ টায় উপজেলার পরিষদ সভাকক্ষে আয়োজিত কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজ্জাকুল হায়দার।
শেষে উপজেলা ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির প্রত্যেককে বিনামূল্যে বারি জাত-৩ এর পাঁচ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
পিবিএ/প্লাবন শুভ/এসডি