দিনাজপুরে গাজা সেবনের দায়ে ৩ জনের কারাদন্ড

পিবিএ,দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবককে আটকের পর প্রত্যেককে এক মাস করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে জনতা কর্তৃক তাদের আটকের পর পুলিশে দেওয়া হয়।

দিনাজপুরের নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবককে আটকের পর প্রত্যেককে এক মাস করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
গাজা সেবনের দায়ে ৩ জনের কারাদন্ড
নবাবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সুব্রত রায় জানান, আজ মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের জবেদ আলীর পুত্র হারুনুর রশিদ (২৬), সাজেদ আলীর পুত্র সহিদুল (২৫), রহমত আলীর পুত্র আব্দুর রাজ্জাক (২৪) গাজা সেবনরত অবস্থায় স্থানীয় জনসাধারণ তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

আটক ৩ জনকে আজ মঙ্গলবার দুপুর ২টায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমানের নিকট সোপর্দ করা হয়। তিনি নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ৩ জনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। দন্ডিতদের আজ মঙ্গলবার বিকেল ৪টায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পিবিএ/এসআর/আরআই

আরও পড়ুন...