পিবিএ,পার্বতীপুর (দিনাজপুর): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় স্বাস্থ্য বিধি মেনে খনি চত্বরে অনুষ্ঠানের আয়োজন করে খনির রক্ষনাবেক্ষণ, ব্যবস্থাপনা ও উৎপাদন কাজে নিয়োজিত বেলারুশ ভিত্তিক ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে আলোচনা করেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক (এমডি) এবিএম কামরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী, মধ্যপাড়া পাথর খনির মহা-ব্যবস্থাপক (ইউজিওএন্ডএম) মো: আবু তালেব ফরাজী, মহা-ব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো: মাহবুবুল আলম, হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান শাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহবুদ্দিন শাহ প্রমুখ। অনুষ্ঠানে দোআ পরিচালনা করেন ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাও. মো. এমদাদুল হক। এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি সারা বিশ্বে চলামান করোনা মহামারি থেকে বাংলাদেশসহ বিশ^কে হেফাজতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মিলাদ ও দোয়া শেষে খনিতে কর্মরত সকল খনি শ্রমিকসহ কর্মচারিদের পরিবারের জন্য উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করেন জিটিসি।
এর আগে, সকালে উপজেলা আওয়ামী লীগ অফিসে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও শ্রদ্ধাঞ্জলী অর্পণের মধ্যদিয়ে শুরু হয় শোক দিবসের সকল কার্যক্রম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) এইচ এন খোদাদাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পিবিএ/আব্দুল্লাহ আল মামুন/এসডি