দিনাজপুরে দলিত ও আদিবাসীর মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার ৮২৪ জন দলিত ও আদিবাসী নারী ও পুরুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
হেক্স/ইপার, সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় এবং গ্রাম বিকাশ কেন্দ্র সংস্থার আলো প্রকল্পের উদ্যোগে দুপুরে ফুলবাড়ী হরিজন কলোনীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৫০ জন দলিত নারী ও পুরুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ফুলবাড়ী দলিত ও আদিবাসী এডভোকেসী প্লাটফর্মের সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।

এ সময় উপস্থিত ছিলেন, গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার শাহ মো. সাদিয়ার রহমান, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেনিং প্রকল্পের প্রজেক্ট অফিসার আরজুমান ইসরাত ইয়াসমিন, কমিউনিটি ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর গ্লোরিয়া মুর্মু প্রমুখ।
এছাড়াও একই দিন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ফুলবাড়ী উপজেলার এলুয়ারী, আলাদিপুর ও শিবনগর ইউনিয়নে বসবাসকারী ৭৭৪ জন আদিবাসী নারী ও পুরুষের মাঝে সুরক্ষা সামগ্রী হিসেবে দুইটি লাইফবয় সাবান, ৫০০ গ্রাম হুইল পাউডার ও হাতে তৈরি দুইটি করে মাস্ক দেওয়া হয়েছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...