সৈয়দ রোকনুজ্জামান, পিবিএ,দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাঁচা রাস্তার পাশ থেকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ৩০মে ) সকাল ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাঁচা রাস্তার পাশ থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়। নিহত দুই যুবক হলেন, বীরগঞ্জ উপজেলার দেবীপুর গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের ছেলে বিপ্লব চন্দ্র রায় (২৫) ও মদনপুর এলাকার আজাহার আলীর ছেলে হানিফুর রহমান (২৮)।
বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভীন পিবিএকে জানান, উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাঁচা রাস্তার পাশে দুই যুবকের গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তবে ওই দুই যুবককে কে বা কারা হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশের ধারণা , খুন হওয়া দুই য়ুবককে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি।
পিবিএ/আরইউ/এইচটি