সালাহ উদ্দিন আহমেদ,পিবিএ, দিনাজপুর : বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে রাতে বাড়ী ফেরার পথে দিনাজপুর সদরের সুন্দরা মাঝাডাঙ্গা গ্রামে গণধর্ষণের শিকার হয়েছে দশম শ্রেণির একজন ছাত্রী। ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রাতে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন ( মঙ্গলবার) অসুস্থ ওই ছাত্রীকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ১৮ ডিসেম্বর সুন্দরা জুলকাপাড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে মোকছেদুল ইসলাম টুকলুসহ অজ্ঞাতনামা আরও ২ জনসহ ৩ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন ধর্ষিতার মা। মামলা করার উল্টো হুমকির মুখে পড়েছেন তারা।
ধর্ষিতার মা জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে নিজ স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে জলকাপাড়া সুন্দরা গ্রামের লাল মোহাম্মদের ছেলে মোকসেদুল ইসলাম টুকলুর নের্তৃত্বে তিন যুবক তার মেয়েকে তুলে নিয়ে মঙ্গলাবাজারে পাঠানপাড়া পুকুর পাড়ে হাত মুখ বেধে ধর্ষন করে । এসময় স্কুলছাত্রী জ্ঞান হারালে তাকে মৃত ভেবে রক্তাক্ত অবস্থায় পুকুরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। জ্ঞান ফিরে অসুস্থ অবস্থায় বাড়িতে এসে মাসহ পরিবারের সদস্যদের বিষয়টি জানায় সে। তার সর্বনাশকরা ধর্ষনকারিদের ফাঁসি দাবি করেছে ধর্ষিতার পরিবার।
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ ফজলুর রহমান জানান, ডাক্তারি পরীক্ষায় ওই ছাত্রীর শরিরে ধর্ষনের আলামত পেয়েছেন তারা। তার শারিরিক অবস্থা বর্তমানে আশংঙ্কামুক্ত।
কোতয়ালী থানার পরিদর্শক বজলুর রশিদ জানান, ধর্ষনের বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্তদের আসামীদের দ্রুত সময়ে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন তারা।
পিবিএ/এসএ/জেডআই