পিবিএ,দিনাজপুর: দিনাজপুর ফুলবাড়ীতে নর্দমায় পড়ে বিপাশা হায়াত ( ২) এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ফুলবাড়ী পৌর এলাকার স্বজনপুকুন বুন্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু বিপাশা হায়াত দিনাজপুর ফুলবাড়ী পৌর এলাকার স্বজনপুকুন বুন্দিপাড়া গ্রামের আবুল কালামের মেয়ে।
স্থানীয় হারুন অর রশিদ জানায়, শিশু বিপাশা হায়াত বাড়ির পাশে উঠোনে খেলা করতে গিয়ে টিবওয়ালের পানি জমিয়ে নর্দমায় পড়ে যায়। প্রায় দুইঘণ্টা পর পরিবারের সদস্যদের নর্দমায় পড়ে যাওয়ার বিষয়টি দৃষ্টিগোচর হয়। পরে বিপাশাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের হাসপাতালের ডাক্তার এনায়েতুল্যা নাজিম জানান, শিশুটি নর্দমায় পড়ে ময়লা পানিতে ডুবে যায়। এতে নিঃশ্বাস বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।
পিবিএ/এফএস