পিবিএ, দিনাজপুর: দিনাজপুর সদরে ৮৮ বোতল ফেন্সিডিলসহ মো: সুমন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ মে) সকালে কোতয়ালী উপজেলার বিশ্বনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমন ওই এলাকার আমিনুলের পুত্র বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে উক্ত আসামী স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং দিনাজপুর-গাইবান্ধা এলাকা হতে সে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত। র্যাব বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গালিব মুহম্মদ নাতিকুর রহমান,মেজর উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর।
পিবিএ/এসআর/হক