দিনাজপুরে শিক্ষকদের এমপিও ভূক্তির দাবিতে মানববন্ধন

dinajpur-man-chain-PBA

পিবিএ,দিনাজপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের অনার্স এবং মাষ্টার্স কোর্সের শিক্ষকদের এমপিও করণসহ জনবল কাঠামো এমপিও নীতিমালা ২০১৮ বাস্তবায়নের দাবিতে বুধবার (২০ মার্চ) দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ বেসরকারি কলেজ অর্নাস- মাষ্টার্স শিক্ষক পরিষদের সদস্যরা। সরকারি এবং বেসরকারি কলেজে উচ্চ শিক্ষা সম্পর্কে গত ১৮ মার্চ দেওয়া কৃষি মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে জানিয়েছেন তারা।

মানববন্ধন কর্মসূচি শেষে দাবির বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করেছেন শিক্ষক সংগঠনের নেতারা। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারি কলেজ অর্নাস- মাষ্টার্স শিক্ষক পরিষদের আদর্শ কলেজ শাখার সভাপতি মহাদেব শর্মা এবং কেবিএম কলেজ শাখার প্রতিনিধি ফারিহা শারমিন মিতুসহ অন্যান্যরা।

জাতীয় বিশ্ববিদ্যায়ের আদেশক্রমে ১৯৯৩ সাল থেকে বেসরকারি কলেজ সমুহে অধিভুক্তির মাধ্যমে অনার্স- মাষ্টার্স কোর্স পরিচালিত হয়ে আসছে বলে স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে। এতে সারা দেশে প্রায় সাড়ে তিনলাখ শিক্ষার্থীরে জন্য ৩ হাজার শিক্ষক শিক্ষিকা কর্মরত রয়েছেন। জনবল কাঠানো নীতিমালা অনুমোদনের অভাবে ২৭ বছর ধরে এমপিও ভুক্তির সুবিধা বঞ্চিত রয়েছেন তারা ।

পিবিএ/এফএস

আরও পড়ুন...