দিনাজপুরে শেষ দিনের পরীক্ষায় অনুপস্থিত ১৯৭ পরীক্ষার্থী

dinajpur pbaপিবিএ,দিনাজপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার শেষ দিন শনিবার (২ মার্চ) জীব বিজ্ঞান (তত্বীয়), অর্থনীতি ও ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শেষ দিনের পরীক্ষায় ১৯৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির গড় হার ছিল শূন্য দশমিক ২০ শতাংশ।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন জানান, এসএসসি পরীক্ষার শেষ দিনে জীব বিজ্ঞান (তত্বীয়), অর্থনীতি ও ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষায় ৯৭ হাজার ৭৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এই পরীক্ষায় ১৯৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ৩৫ জন, গাইবান্ধায় ৩১, নীলফামারীতে ১৫, কুড়িগ্রামে ২১, লালমনিরহাটে ১২, দিনাজপুরে ৪০, ঠাকুরগাঁয়ে ৩১ জন ও পঞ্চগড় জেলায় ১১ জন। এছাড়া বিকেলের পরীক্ষায় ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্য দিয়ে দিনাজপুর শিক্ষাবোর্ডের ২০১৯ সালের এসএসসি পরীক্ষা সমাপ্ত হয়েছে।

উল্লেখ্য, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৬২৫টি স্কুল হতে ১ লাখ ৯৬ হাজার ৭২৬ জন পরীার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৮৫ জন ও ছাত্রী ৯৫ হাজার ৬৪১ জন। এসব পরীার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৬২ হাজার ৬০৬, অনিয়মিত ৩৩ হাজার ৭২৮ জন ও জিপিএ উন্নয়ন পরীার্থী ৩৯২ জন।

পিবিএ/এমএ/হক

আরও পড়ুন...