দিনাজপুরে স্বামী হত্যা মামলায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড

পিবিএ,দিনাজপুর: দিনাজপুরে সদরের চৌঘরিয়া গ্রামে স্বামী সাজ্জাদ আলী হত্যা মামলায় স্ত্রী ডলি খানমকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর (বিনাশ্রম) কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

বুধবার দুপুরে ওই রায় ঘোষণা করেন দিনাজপুরের অতিরিক্ত দ্বায়রা জজ আদালত ৩ এর বিচারক আনোয়ারুল হক।

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ৪ নভেম্বর রাতে দিনাজপুর সদরের নেমতাড়া গ্রামের মুক্তিযোদ্ধা পাড়ার ভাড়াটে বাড়ীতে হত্যার শিকার হন সাজ্জাদ হোসেন। এঘটনায় পরদিন তার দ্বিতীয় স্ত্রী ডলি খানমকে আসামি করে কোতয়ালী থানায় মামলা করেন বড়ভাই শরিফুল ইসলাম। ডলি খানম একই গ্রামের বেলায়েত মোল্লাহর মেয়ে। বর্তমানে তারা গোপালগঞ্জ জেলার শুকতাইল গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পর কান্নায় ভেঙ্গে পড়ে ডলি খানমসহ স্বজনরা। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

পিবিএ/সালাহ উদ্দিন আহমেদ/এমএসএম

আরও পড়ুন...