দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২

dinajpur-truck-accident-PBA

পিবিএ,দিনাজপুর: দিনাজপুরে সদরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে লুৎফর রহমান নামে এক মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য এবং চিরিরবন্দর উপজেলায় জাহিদুল ইসলাম নামে এক পথচারী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।

দিনাজপুর সদর উপজেলার ৯নং আউলিয়াপুর আস্করপুর ইউনিয়নের খসরুপাড়ার মোড় নামক স্থানে সোমবার সকাল ৬টায় এক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দু’জন।

নিহত মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান সদর উপজেলার তাজপুর নতুন পাড়ার মৃত বদু মোহাম্মদের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত দু’জন রংপুুর ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন- তাজপুর বাঙালপুকুর গ্রামের মৃত আইনউদ্দিনের ছেলে মো. মসির উদ্দীন (৬৮) ও তাজপুর হঠাৎপাড়ার মৃত ওমর আলীর ছেলে ও মুদি দোকানদার সাইদুর রহমান (৫৫)।

নিহতের জামাতা মতিয়ার রহমান পিবিএকে জানান, সোমবার সকালে নামাজ পড়ে দুই হাজী একসঙ্গে রাস্তার ধার দিয়ে ব্যায়াম করতে বের হয়েছিলেন। তারা প্রতিদিন ফজরের নামাজ পড়ে ব্যায়াম করার জন্য রাস্তার ধার দিয়ে বেশ কিছুটা পথ হেঁটে আসেন।

প্রতিদিনের মতো দুজনই হাঁটতে বের হয়েছিলেন। এ সময় তাজপুর খসরুপাড়া রাস্তার মোড়ে পেছন থেকে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাদের উপর দিয়ে চালিয়ে দিয়ে ফরহাদ টেলিকম নামক মুদি দোকানের উপর উঠে যায়। এ সময় ঘটনাস্থলেই লুৎফর রহমান নিহত হন ও অপর ২জন মসির উদ্দীন এবং দোকানদার সাইদুর রহমান গুরুতর আহত হন।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত লুৎফর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে কোতোয়ালি থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে বিধায় আমরা তাদের ধরতে পারিনি। তবে তাদেরকে ধরার জন্য চেষ্টা চলছে বলেও জানান ওসি রেদওয়ানুর রহিম।

এদিকে গেলো রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুরের চিরিরবন্দরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে জাহিদুল ইসলাম নামে এক পথচারী নিহত হয়। জাহিদুল চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের রাসডাঙ্গা গ্রামের আহসান আলীর ছেলে

পিবিএ/এফএস

আরও পড়ুন...