দিনাজপুরে ১২৭ মে. টন বিস্ফোরক দ্রব্য আমদানি

বেনাপোল

পিবিএ,যশোর: দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারত থেকে সাড়ে ১২৭ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে।

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ভারতের পেট্রাপোল বন্দর থেকে ৯টি ট্রাকে এসব বিস্ফোরক বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বন্দর সূত্রে জানা যায়, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির আমদানিকৃত এসব বিস্ফোরক দ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৮৩ হাজার ৯০০ ইউএস ডলার। বেনাপোল বন্দর থেকে পণ্য চালানটি ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে সিঅ্যান্ডএফ এএস ইন্টারন্যাশনাল। পণ্য চালানটি বন্দরের ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা রয়েছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, বিষয়টি নিরাপত্তার স্বার্থে বন্দরের সবক’টি নিরাপত্তা সংস্থা, কাস্টমস ও পোর্টথানা পুলিশ-প্রশাসনকে অবহিত করা হয়েছে।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...