পিবিএ,ঢাকা: ঢাকায় ইয়াবাসহ মোতালেব ওরফে রনি (৩০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার হয়েছে পুলিশ। । গতকাল গভীর রাতে মিরপুর মডেল থানার কল্যাণপুর প্রধান সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রনি পেশায় বাসের হেলপার। এই পেশার আড়ালে তিনি ইয়াবা বিক্রি করেন। তিনি আগে মোটরসাইকেল চুরি করতেন। এখন পেশা পাল্টে ইয়াবা বিক্রি করেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন।
তিনি জানান, গ্রেফতার রনি মূলত বাসের হেলপার। তিনি দিশারী পরিবহনে চাকরি করেন। এই হেলপার পেশার সুযোগ নিয়েই তিনি ইয়াবা ব্যবসায় জড়িয়ে পরেন। দিশারী পরিবহন কেরানীগঞ্জ থেকে মিরপুর আসে। রনিও কেরানীগঞ্জ থেকে ইয়াবা নিয়ে মিরপুর আসেন এবং বিভিন্ন স্থানে সরবরাহ করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে কল্যাণপুর প্রধান সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রনি আগে মোটর সাইকেল চুরি করতেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলাও রয়েছে। পরে পেশা পরিবর্তন করে ইয়াবা বিক্রি শুরু করেন।