পিবিএ ডেস্ক: দিল্লির ব্যস্ত মেট্রো স্টেশনের কাছ থেকে অজ্ঞাত এক নারীর মুণ্ডহীন বাক্সবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় দিল্লির জাহাঙ্গীরপুরী মেট্রো স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে।
জাহাঙ্গীরপুরী মেট্রো স্টেশনের খুব কাছে রাস্তার পাশে একটি সাইকেলের সঙ্গে বাধা একটি বড় ট্রাঙ্ক পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ট্রাঙ্কের ভেতর থেকে কম্বল মোড়ানো অজ্ঞাত এক নারীর মুণ্ডহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অন্তত দু’তিন দিন আগেই ওই নারীকে খুন করা হয়েছে। কারণ, ওই নারীর মরদেহে পচন ধরতে শুরু করেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত বলা যায় নি।
ময়না তদন্তের জন্য মরদেহটি বাবু জগজীবন রাম হাসপাতালে পাঠানো হয়েছে। সাইকেল আর ট্রাঙ্ক কে, কখন সেখানে রেখে গেছেন তা জানতে এলাকার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
পিবিএ/এমএসএম