পিবিএ ডেস্ক: তিনটি টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচের আগে অনুশীলনে ব্যাস্ত লিটন- মুশফিকরা।আজ স্থানীয় সময় দুপুর একটায় অনুশীলন শুরু করে বাংলাদেশ দল।
দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে ক্রিকটাইমকে দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানান; “ধোঁয়ায় চোখ জ্বালাপোড়া করছে। কখনো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কখনো শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছে। মাস্ক ব্যবহার করা জরুরী হয়ে পড়েছে। দিল্লীর আবহাওয়া ও পরিবেশের সাথে আমরা মানিয়ে নিতে পারছি না। ভালো অনুভব হচ্ছে না।”
লিটন কুমার দাস দূষণরোধী মাস্ক পরে মাঠে নামলেও অন্য ক্রিকেটার ও কোচিং স্টাফদের প্রস্তুতি যথেষ্ট ভালো ছিল না। তাই স্বস্তিতে অনুশীলনও করতে পারেননি তারা।
উল্লখ্য যে, আগামী ৩ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ-ভারত প্রথম ম্যাচ। এর আগে ২০১৭ সালের ডিসেম্বর এই মাঠেই লংকানরা বাধ্য হয়ে মাস্ক পড়ে খেলতে হয়েছে।
পিবিএ/ইকে