পিবিএ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির আবর্জনার স্তুপ আর কিছুদিনের মধ্যেই উঁচু হয়ে যাবে আগ্রার তাজমহলের সমান। সম্প্রতি এক হিসাব অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। দেশটির সর্বোচ্চ এই আবর্জনার পাহাড় দ্রুত বেড়ে যাওয়ায় জারি হল রেড অ্যালার্ট।
বর্তমানে বিশ্বের সবচেয়ে অপরিষ্কার রাজধানী নয়াদিল্লির ঐ আবর্জনার স্তুপটি প্রায় ৪০ টি ফুটবল মাঠের সমান। এখন এই স্তুপের উচ্চতা ৬৫ মিটার (২১৩ ফুট) ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন দিল্লির সুপারিন্টেনডান্ট ইঞ্জিনিয়ার মিঃ অরুন কুমার। সেই সঙ্গে তিনি এও বলেন যে এই ভাবে চলতে থাকলে ২০২০ সালের মধ্যে তা ছাপিয়ে যাবে তাজমহলের উচ্চতাকেও।
সুপ্রিম কোর্টের তরফ থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। এখনও অই জঞ্জাল স্তুপে রোজ ২০০০ টন জঞ্জাল ফেলা হয় বলে জানা গিয়েছে।
পিবিএ/এএইচ