দিল্লীতে নারী পাইলটকে হেনস্থা : ট্যাক্সি চালক আটক

harrassment

পিবিএ ডেস্ক : কাজ থেকে বাড়ি ফেরার সময় এক ট্যাক্সি চালকের কাছে চূড়ান্ত অপদস্থ হতে হয়েছে ভারতের দিল্লির এক নারী পাইলটকে। গতকাল শুক্রবার তিরুঅনন্তপুরমে ওই ঘটনা ঘটে। ওই পাইলট বিমান সংস্থায় এ নিয়ে অভিযোগ জানিয়েছেন। তারপরই সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটিকে সনাক্ত করার চেষ্টা করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ওই পাইলট এয়ার ইন্ডিয়ার বিমান চালান। ওই দিন তিনি কাজ থেকে বাড়ি ফিরছিলেন। তিরুঅনন্তপুরমের বিমানবন্দরের বাইরে প্রি-পেড ট্যাক্সি বুথে অপেক্ষা করার সময়ই ওই ঘটনা ঘটে।

পাইলট পুলিশের কাছে জানিয়েছেন, তার সামনে আচমকাই ওই গাড়িটা এসে দাঁড়ায়। ভিতরে ট্যাক্সি চালক তাকে উদ্দেশ্য করে খারাপ মন্তব্য করতে থাকে। মহিলা চিৎকার করায় গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালায় সে। নিজের মোবাইল থেকে ওই দিনই ঘটনার বিস্তারিত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। পরে বিমান সংস্থা তার অভিযোগ পুলিশকে জানায়। পুলিশ জানিয়েছে, গাড়িটা এক মহিলার নামে রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরেই চালককে গ্রেফতার করেছে পুলিশ।

পিবিএ/জিজি

আরও পড়ুন...