বৃহস্পতিবার দুপুর ১২টায় দীঘিনালা বাস স্টেশনে এলাকার মসজিদ মার্কেট আগুনের ক্ষতিগ্রস্থ ১৩ দোকানদার এর মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। খাগড়াছড়ি দীঘিনালা বাস স্টেশনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৩ দোকানদার মাঝে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ত্রান বিতরণ
বিতরন করেন দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম।
উল্লেখ্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় বাস স্টেশনে এলাকার মসজিদ মার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালে দরবার হোটেল নামে একটি খাবারের দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দেয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুনে নেভানোর চেষ্টা করে। এর মধ্যেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।
দীঘিনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাব- স্টেশন অফিসার পংকজ কুমার বড়ুয়া জানান, ‘খবর পাওয়ার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। বৈদুতিক সট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করেছে।’
ক্ষয়ক্ষতির বিষয়ে পংকজ কুমার বড়ুয়া বলেন, ‘অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি ও ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সুনিল দত্ত বলেন, ‘সকালে মুহুর্তের মধ্যে আগুন লেগে আমি সহ আরো নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তাপ থাকায় কোন কিছুই বের করতে পারি নি।’