দীঘিনালায় অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

পিবিএ,দীঘিনাল,খাগড়াছড়ি: তথ্য প্রাপ্তির অধিকারে নারী অগ্রগতি প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ির দীঘিনালা তথ্য প্রাপ্তির শীর্ষক প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৩জুলাই) বেলা ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো মোস্তফা কামাল মিন্টু, তৃণমূল সংস্থার প্রকল্প সমন্বয়কারী মিনু চিং মারমা প্রমূখ।
এছাড়া কর্মশালায় অংশ নেয় ইউনিয়ন পরিষদ জেয়ারম্যানগন ও উপজেলা বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং তৃনমূল সংস্থার বিভিন্ন ইউনিয়নের সভাত্রেনী গন।
কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম বলেন, নারীদের সমঅধিকার সমন্বয় করা জন্য বর্তমান সরকার তথ্য অধিকার আইন করেছে যাতে করে দেশে দূর্নীতি কম হবে। নারীরা জানবে কোন দপ্তরের কোন কোন সেবা পাওয়া যায়। নারীদের তথ্য জানার অধিকার আছে।
কর্মমালায় অংশ নিতে আশা কবাখালী ইউনিয়নের হাচিনসনপুর এলাকার সভানেত্রী হুসনা আক্তার বলেন, চাষাবাদ করার জন্য আমি কৃষি অফিসে লিখিত তথ্য চেয়েছি আমাকে তথ্য দিয়েছে। তথ্য পেতে কোন সমস্যা হয় নাই।
উপজেলার কলাবাগান এলাকার তৃনমূলের সভানেত্রী আলো রানী চাকমা বলেন, আমি সমাজ সেবা, কৃষি অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্য চেয়ে তথ্য ও পরার্মশ পেয়েছি। এলাকার বৃদ্ধ, বিধবা নারী-পুরুষকে তাদের সুযোগ সুবিধা সর্ম্পকে বলেছি।

পিবিএ/এসআর/হক

আরও পড়ুন...