দীঘিনালায় আন্তজার্তিক যুব দিবস পালন

সোহেল রানা,দীঘিনালা: বৈশ্বিক কর্মে যুবশক্তি প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আন্তজার্তিক যুব দিবস পালন করা হয়েছে।
বুধবার(১২আগস্ট) দীঘিনালা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনের আন্তজার্তিক যুব দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন, জনকল্যানকরম সমাজ সচেতনমূলক কর্মসূচীতে অংশ নিয়ে বৃক্ষরোপন করেন দীঘিনালা উপচেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম। এতে আরো অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল মিন্টু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরূপম চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রহমান করিব রতন। এছাড়াও উপস্থিত ছিলেন, দীঘিনালা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন অফিসার প্রদীপ চাকমা, অফিসসহকারী মো: ছালমা মোল্লা, সফল যুব কর্মী দেবশ্রী চাকমা ও সোহেল রানা প্রমূখ।

পিবিএ/এসডি

আরও পড়ুন...