ভ্রাম্যমান আদালতের জরিমানা

দীঘিনালায় ঈদকে কেন্দ্র করে দোকানে উপচে পড়া ভীড়

সোহেল রানা,দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে আইন না মানার অপরাধে ১৭ ব্যক্তিকে ৬ছয় হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৩মে) সকাল ১০ টায় উপজেলার বোয়ালখালী বাজারে এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন দীঘিনালা এসিল্যান্ড সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গাজালা পারভিন রূহি।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গাজালা পারভিন রূহি বলেন, চলমান (কোভিড-১৯) করোনা ভাইরাস এ ঈদের মার্কেট গুলো উপচে পড়া ভীড় শর্ত না মানা এবং রোগ প্রতিরোধ ২০১৮ আইন ২৪ এর ২ দ্বারা কাপড়ের ৫ টি দোকানে ৩হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ দ্বারা খাদ্য ভেজাল এবং মেয়াদ হীন পন্য রাখার দায়ে ২হাজার টাকা। অনন্য আইন না মানায় ১১ ব্যাক্তিকে ১হাজার ৪শত টাকা অর্থদন্ড করা।

তারপরও দোকানদারদের বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। একি দোকানে ৮-১০ জন প্রবেশ করে চলছে ঈদের কেনাকাটা। এরূপ পরিস্থিতিতে মোবাইল কোর্ট অভিযান দন্ডের পরিমাণ বাড়ানো ও হতে পারে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...