দীঘিনালায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন

পিবিএ,দীঘিনালা(খাগড়াছড়ির): খাগড়াছড়ির দীঘিনালায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার(১৫ আগস্ট) সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়ালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর পক্ষ থেকে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। এরপর পর বিভিন্ন সরকারী দপ্তর ও সামাজিক সংগঠন পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ‘র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিসেস সীমা দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল মিন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রূহি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. তনয় তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: এনাম চৌধুরী মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রহমান কবির রতন প্রমূখ।
আলোচনা সভা শেষে ধর্মীয় প্রতিষ্ঠান ও হতদরিদ্রদের মাঝে সোলার বিতরন করেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ।

পিবিএ/সোহেল রানা দীঘিনালা/এসডি

আরও পড়ুন...