পিবিএ,দীঘিনালা(খাগড়াছড়ি): খাগড়াছড়ির দীঘিনালায় বাবুছড়া ইউনিয়নে বাঙ্গালি গুচ্ছগ্রামে অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে মা নিহত ছেলে আহত হয়েছে।
জানাযায়, শুক্রবার মধ্যরাতে গুচ্ছগ্রাম এলাকায় মোঃ আব্দুল মালেক এর বাড়িতে অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত গুলি বর্ষন করলে আব্দুল মালেক এর স্ত্রী মোছাঃ মোর্শেদা বেগম (৪০) এর পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে সাথে সাথে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
এছাড়া সন্ত্রাসীদের একটি গুলি তার ছেলে মোঃ আহাদ (১০) এর কানের পাশ দিয়ে যায়। সে আহত হলে তাকেও দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার পর বাবুছড়া পুলিশ ফাড়ি ইনচার্জ মোঃ জসিম উদ্দিন ঘটনাস্থলে পরিদর্শন করেন।
পিবিএ/এসডি