দীঘিনালায় স্ত্রীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল

 

পিবিএ,দীঘিনালা(খাগড়াছড়ি): খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বাবুছড়ার সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতির স্ত্রী সন্ত্রাসীর গুলিতে নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
শনিবার(১৫ আগস্ট) বিকালে এই ঘটনার প্রতিবাদে উপজেলা সদরে পার্বত্য নাগরিক পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে পার্বত্য নাগরিক পরিষদ নেতা ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মজিদ, এস এস মাসুম রানা, নজরুল ইসলাম, মোঃ আল আমিন, মোহাম্মদ মনসুর আলম হিরা ও সাদ্দাম হোসেনসহ অনেকেই বক্তব্য রাখেন। বক্তাগণ এই ঘটনার জন্য প্রসিত পন্থী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিজেএসএস) কে দায়ী করে বলেন, সোনামিয়া টিলা ভূমি বিরোধকে কেন্দ্র করেই এই দুই সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা বাবুছড়া গুচ্ছগ্রামে ঘুমন্ত বাঙ্গালীদের বাড়িঘরে গুলি বর্ষণ ও হামলা চালিয়েছে। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান তারা।

পিবিএ/সোহেল রানা/এসডি

আরও পড়ুন...