দীঘিনালায় স্বারক বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সোহেল রানা দীঘিনালা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি চারা বিনামূল্যে বিতরণ ও রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্বারক বৃক্ষ রোপন ও চারা বিতরণ উপলক্ষে দীঘিনালা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল‍াহ, উপজেলা বন উন্নয়ন কমিটির সদস‍্য সচিব ও নারাইছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ গোলাম রসুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল(মিন্টু) রোপনের মাধ্যেমে শুভ উদ্বোধন করা হয়।

নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা গোলাম রসুল বলন, দীঘিনালা উপজেলায় ২০হাজার ৩শত ২৫টি চারা বিতরণ করা হবে। চারার মধ‍্যে রয়েছে ৩৭%বনজ৫০%ফলজ৫%ভেষজ৫%বিলুপ্ত প্রজাতি৩%শোভাবর্ধনকারী।

বৃক্ষরোপণ শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো কাশেম বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা আনুযায়ী সারাদেশব্যপী ১ কোটি বৃক্ষরোপণ সকাল ১১টায় করা হয়। দীঘিনালা উপজেলাও সৌন্দর্য বর্ধনের জন্য রাস্তার আশেপাশে বৃক্ষরোপন করা হবে।

পিবিএ/সোহেল রানা/এসডি

আরও পড়ুন...