পিবিএ,দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের শ্রদ্ধাঞ্জলী ও দোয়া মাহফিল এর মাধ্যমে পালন করছে।
শুক্রবার (২১আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা দলীয় কার্যালয়ে সামনে আওয়ামীলীগ আয়োজনে ও সকল সহযোগী সংগঠনের অংশ্র গ্রহনে ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: কাশেম। পরে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্নার মাকফেরাত কামনায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগে সিনিয়র সভাপতি মো: মাহবুব আলম, সাধারন সম্পাদক বিদ্যুৎ বরন চাকমা, সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম প্রমূখ।
পিবিএ/সোহেল রানা/এসডি