দীঘির প্রথম সিনেমার ট্রেলার কেমন হলো?

পিবিএ ডেস্ক: শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির এবার নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে বড় পর্দায়। আগামী ১২ মার্চ মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘তুমি আছো তুই নাই’ সিনেমাটি।

এটি পরিচালনা করেছেন দেশের সর্বাধিক সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।
বৃহস্পতিবার (০৪ মার্চ) প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। এতে পারিবারিক দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্প উঠে এসেছে। তবে ট্রেলারে নেই নতুনত্বের ছোঁয়া। দেখেই বোঝা যাচ্ছে, গৎবাঁধা নির্মাণের একটি সিনেমা পেতে যাচ্ছেন দর্শক।

এর আগে সিনেমাটির বেশ কয়েকটি পোস্টার প্রকাশ পেয়েছে, যা ফেসবুকে সমালোচনার মুখে পড়েছে। ২০২১ সালে এসে এমন পোস্টার তৈরি নিয়ে অনেকে কথা বলেন। তবে দীঘি সবকিছুর বাইরে সিনেমাটি দর্শক গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন।

‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় প্রথমে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তবে চুক্তির কয়েকদিন পর এই নায়ক সিনেমাটি ছাড়ার ঘোষণা দেন। এরপর এতে দীঘির নায়ক হন আসিফ ইমরোজ।

সিনেমাটি প্রযোজনা করেছেন সিমি ইসলাম কলি। প্রযোজক নিজেও সিনেমাতে অভিনয় করেছেন। এছাড়া আরও অভিনয় করেছেন- সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভীন প্রমুখ।

পিবিএ/এমএসএম

ট্রেলার দেখতে নিচের লিংকে ক্লিক করুন:

https://youtu.be/Tt0KpcDUqfU?t=41

আরও পড়ুন...