দীপিকার সঙ্গে ব্রেকআপ নিয়ে মুখ খুললেন যুবরাজ!

Deepika

পিবিএ ডেস্ক : একজন বলিউডের প্রথম সারির নায়িকা। অন্যজন ক্রিকেট মাঠে নিজের কারিশমা দেখান। এই মুহূর্তে দু’জনেই বিবাহিত। কিন্তু এক সময় তাদের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক ছিল। তারা অর্থাত দীপিকা পাড়ুকোন এবং যুবরাজ সিং। না! তাদের সম্পর্ক নিয়ে দীপিকা কখনোই মুখ খোলেননি। তবে এতদিন পরে হলেও দীপিকার সঙ্গে ব্রেকআপ নিয়ে মুখ খুললেন যুবরাজ। ২০০৭ সালে টি-২০ ওয়ার্ল্ড কাপের সময় নাকি আলাপ হয়েছিল দীপিকা-যুবরাজের। তারপর নাকি কিছুদিন ডেটও করেছিলেন এই জুটি। কিন্তু সে সম্পর্ক দীর্ঘ স্থায়ী হয়নি।

সম্প্রতি পুরনো সম্পর্কের প্রসঙ্গে যুবরাজ বলেন, ‘মুম্বাইতে পরিচিত বন্ধুর মাধ্যমে দীপিকার সঙ্গে দেখা হয়েছিল। আমরা একে অপরকে পছন্দ করতাম। নিজেদের সম্পর্কে আরও বেশি করে জানতে চাইতাম। তবে খুব বেশি সময় দিতে পারতাম না কেউই। সময়ের সঙ্গে সঙ্গে দীপিকা রিলেশন থেকে বেরিয়ে গিয়েছিল, আর আমিও…। কেউ যদি সম্পর্কে না থাকতে চায়, তখন অন্য আর একজনের কিছু করার থাকে না। আমি কাউকে দোষ দিচ্ছি না।’

দীপিকার সঙ্গে ব্রেকআপের পর হেজেল কিচকে বিয়ে করেন যুবরাজ। অন্যদিকে দীপিকাও গাঁটছড়া বেঁধেছেন রণবীর সিংহের সঙ্গে। দু’জনেই দাম্পত্যে খুশি। পুরনো সম্পর্কের কথা দু’জনের কেউই আর মনে রাখতে চান না বলে মনে করেন তাদের ঘনিষ্ঠরা।

পিবিএ/জিজি

আরও পড়ুন...