দীর্ঘদিন সময় লেগেছে সম্রাটকে লোকেট করতে: বেনজীল

বেনজীর
র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ফাইল ছবি

পিবিএ .ঢাকা: ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর দু-একদিনের মধ্যেই ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ঢাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যান বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

আজ রোববার সম্রাটকে আটকের পর র‍্যাব সদর দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আজ ভোর ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রামের আলকারা ইউনিয়নের একটি গ্রাম থেকে সম্রাটকে আটক করে র‍্যাব। বেনজীর আহমেদ বলেন, ‘ক্যাসিনোবিরোধী অভিযান নিয়ে কাজ করতে গিয়ে আমরা একাধিকবার সম্রাটের নাম পেয়েছি। আমরা যখন ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করি, তার দু-একদিনের মধ্যে সম্রাট ঢাকা ত্যাগ করেন। আমাদের দীর্ঘদিন সময় লেগেছে উনাকে লোকেট করতে।’

যেখান থেকে সম্রাটকে আটক করা হয়েছে, সেখানে তিনি কত দিন অবস্থান করছিলেন—এমন প্রশ্নে র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘গণমাধ্যমে লেখালেখির কারণে আত্মগোপনের জন্য উনি এমন সব পদ্ধতি অবলম্বন করেছিলেন, যাতে উনাকে না খুঁজে পাওয়া যায়। সে জন্য এর বেশি গণমাধ্যমে বলা ঠিক হবে না।’

বেনজীর আহমেদ বলেন, ‘আমরা ক্যাসিনোবিরোধী অভিযান চালিয়ে অবৈধ ক্যাসিনো ব্যবসা বন্ধ করেছি। এরপর যারা ক্যাসিনোর সঙ্গে সরাসরি জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি। এরপর আরো যারা যারা জড়িত বা ক্যাসিনো পরিচালনা করেছে, তাদের গ্রেপ্তার করার চেষ্টা করছি আমরা।’

অভিযান শুরুর পরের দিন দিবাগত গভীর রাত থেকে সম্রাট কাকরাইলের ভূঁইয়া ম্যানশনের নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন বলে জানা যায়। সে সময় শত শত নেতাকর্মী তাঁর কার্যালয়ে পাহারায় ছিলেন। তবে অভিযান শুরুর তিন দিন পর্যন্ত সম্রাটকে প্রকাশ্যে দেখা গেলেও পরে ছিলেন আত্মগোপনে। চলে যান কার্যালয় ছেড়ে। কার্যালয় ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি ছিলেন লাপাত্তা। তাঁর খুব কাছের দলীয় লোকজনও সুনির্দিষ্ট করে বলতে পারতেন না তিনি কোথায় আছেন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...