পিবিএ,ঢাকা: পবিত্র ঈদুল আযাহ উপলক্ষ্যে রাজধানী প্রায় ফাঁকা হয়ে পরেছে। গতকাল বৃহস্পতিবার থেকে বাড়ির পথে রওনা হয়েছে মানুষ। এই চাপ আজ শুক্রবার আরো বৃদ্ধি পেয়েছে। দেশের নানা প্রান্তে ছুটে যাচ্ছে কর্মজীবি মানুষ। এবার ঈদে টানা নয় দিনের ছুটি পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা। তবে এর জন্য তাদের মাঝে একদিন ছুটি ম্যানেজ করতে হবে। কোনভাবে ছুটি ম্যানেজ করলেই তারা নয় দিনের ছুটি পেয়ে যাচ্ছে। তবে এর মাঝে আগামী ১৪ আগস্ট বুধবার অফিস-আদালত খোলা। ঈদযাত্রা লম্বা করার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারিদের অনেকেই ওইদিন ছুটি নিয়েছেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
মাঝখানে বুধবার অফিস-আদালত খোলা থাকলেও পরদিন বৃহস্পতিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ বুধবার একদিনের ছুটি নিলে ৯ দিনের ছুটি পাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই বাস-ট্রেন-লঞ্চে ঘরমুখো মানুষের ভিড় বেড়েই চলছে । অফিস শেষে অনেকেই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন
আজ সকালেও ঢাকার রেল, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়েছে। ভোগান্তি এড়াতে শিক্ষার্থীদের নিয়ে এখনই অনেকে গ্রামের পথে রওনা দিয়েছেন। পরিবারের মধ্যে যাদের কাজ রয়েছে তারাই শুধু শহরে থাকছেন, অন্যরা আগেই চলে যাচ্ছেন, এমন পরিবারও কম নয়।
আগামী ১২ আগস্ট সোমবার ঈদের আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেকে বৃহস্পতিবার অফিসে হাজিরা দিয়েই ঢাকা ছেড়েছেন।