স্টাপরিপোর্টার,খাগড়াছড়ি: দীর্ঘ ১৮ বছর পর নিজ এলাকা খাগড়াছড়ির রামগড়ে সমাবেশ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
গতকাল সোমবার (১১ নভেম্বর) বিকালে রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাস টার্মিনালে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি। হাজার হাজার মানুষে অংশগ্রহণে এ সম্প্রীতি সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে।
সমাবেশের রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,সাধারন সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, যুবদলের সভাপতি মাহবুব আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম,রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে গত ১৮ বছর রামগড়ে সমাবেশ করতে পারেনি ওয়াদুদ ভুইয়া। যতবার এসেছেন ফ্যাসিস্টদের হামলার শিকার হন তিনি। দীর্ঘ দিন পর নিজ এলাকায় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
পার্বত্য চট্টগ্রামকে স্বর্গের উপদান উল্লেখ করে ওয়াদুদ ভুইয়া বলেন,পার্বত্য এলাকা সম্পদে ভরপুর। তাই বিদেশীরা পাহাড় নিয়ে ষড়যন্ত্র করছে। দেশী বিদেশী ষড়যন্ত্র প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান তিনি।
পাহাড়ে শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনা সম্প্রীতিনষ্ট করেছে উল্লেখ করে তিনি বলে,পাহাড়ী বাঙ্গালী প্রভেদ করে পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হয়েছে। বাস্তবিক পক্ষে আমরা সবাই বাংলাদেশী। তাই পাহাড়ে জাতীভেদ ভুলে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে সকল একতাবদ্ধ হয়ে কাজ করলে আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব।
গত দেড় যুগে খাগড়াছড়িতে কোন উন্নয়ন হয়নী উল্লেখ করে প্রধান অতিথি আরো বলেন, গত বিএনপি সরকারের আমলে রামগড়কে নয়নাবিরাম নান্দনিক সাজে গড়ে তোলা হয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলে সব ধ্বংশ করে দিয়েছে। নিজের করা উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, তার সময়ে রাস্তা,স্কুল,ধর্ধীয় প্রতিষ্ঠান নির্মাণসহ বহু কাজ করা হয়েছে। কিন্তু গত ১৫ বছরে কোথাও নতুন করে একটি রাস্তাও করা হয়নী। লুটপাট করে নিজেদের পকেট ভারি করেছে তারা।
রামগড় স্থলবন্দর সম্পর্কে তিনি বলেন,গত বিএনপির আমলে স্থলবন্দর নিয়ে বহুবার ভারত বাংলাদেশের মিটিংকরা হয়েছে। সার্বিক বিচেনায় ফেনীর বিলোনিয়ার পরিবর্তে রামগড় দিয়ে স্থলবন্দর নির্মান করার সিদ্ধান্ত হয় এবং স্থলবন্দর নির্মানে ডিউলেটার ওয়াদুদ ভুইয়া নিজেই দিছেন বলে জানান তিনি।
সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্টায় আগামীতে ধানের শীষে ভোট দিতে সকল সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।