দীর্ঘ ১৩৪ দিন পর গোলের দেখা পেলেন মেসি

Messi

পিবিএ ডেস্ক: দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও জাল খুঁজে পেলেন লিওনেল আন্দ্রেস মেসি। গত মৌসুম শেষের পর থেকেই গোলশূন্য ছিলেন বার্সার এই অধিনায়ক!

সেভিয়ার বিপক্ষে গতকাল মাঠে নামার আগে লিওনেল মেসির গোলশূন্য থাকার দিন সংখ্যা পৌঁছায় ১৩৪ এ! মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড়ের নামের পাশে যেটা সত্যি বলতে কোনভাবেই মানানসই নয়।

ইনজুরি এবং প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে দলের সাথে না থাকায় এতদিন গোলশূন্য থাকতে হলো মেসির। গতকালকের ম্যাচের আগে এবারের মৌসুমে মাত্র একটি ম্যাচেই পুরোপুরি ৯০ মিনিট মাঠে থাকতে পেরেছিলেন মেসি।

বার্সার হয়ে সর্বশেষ গোলটি এই তারকা করেছিলেন গত মৌসুমের কোপা দেল রে-র ফাইনালে। যদিও দেশের হয়ে এর পরেও গোলের দেখা পেয়েছিলেন মেসি। কোপা আমেরিকার গ্ৰুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে গোল পেয়েছিলেন তিনি।

এর আগে নিজের ক্যারিয়ারে এমন দীর্ঘদিন গোলশূন্য থাকার আরও একটি রেকর্ড আছে মেসির। সেবার ১৫ অক্টোবর ২০০৬ থেকে ১০ই মার্চ ২০০৭ পর্যন্ত দীর্ঘ ১৪৬ দিন গোলশূন্য ছিলেন এই ক্ষুদে জাদুকর!

অবশেষে সেই গোলখরা কাটালেন মেসি। সকল মেসিভক্তের প্রত্যাশা থাকবে এই রকম গোলখরা আর যেন না আসে মেসির ক্যারিয়ারে। কারণ সকলেই যে তার জাদু দেখতেই টিভি সেটের সামনে বসে থাকে!

পিবিএ/ইকে

আরও পড়ুন...