আসাদ হোসেন রিফাত, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান শুক্রবার (২১ আগস্ট) ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল আলম রোকন (২৪ আগস্ট) আমার দুজন পরিক্ষিত আমার রাজনৈতিক সহযোদ্ধা মৃত্যুতে দুুটি হাতের শক্তি কমে গেল তাদের শুন্যতা কোনদিন পুরন হবে না আমি তাদের মাগফেরাত কামনা করি আল্লাহ্ যেননতাদের বেহশত নসিব করে।
আজসোমবার ৩১ আগস্ট বেলা ১১ টা ১২ টায় কবর জেয়ারত দোয়া ও শোকাহর্ত পরিবারকে সমবেদনা জানিয়ে একথা বলেন। পরে তিনি রুপালী ব্যাংক বড়খাতা শাখার উদ্যোগ মুজিব বর্ষ উপলক্ষে ডাঃপাড়া প্রথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করেন । এসময় উপজেলা আ” লীগের সভাপতি, লিয়াকত হোসেনে বাচ্চু,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর শ্যামল,সিংঙ্গিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ারহেসেন দুলু সহ সকল সহযোগী সংগঠনেরনেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পিবিএ/এসডি