দুই কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারী ধরলো সেনাবাহিনী

রাজধানীর শ্যামলীতে রিকশা যাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক ছিনতাইকারীকে প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করেছে ছিনতাইকারী।

ভুক্তভোগীর ছিনতাই হওয়া মোবাইল ফোনটি ফেরত দিয়েছেন সেনা বাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরের শ্যামলী স্কয়ারের সামনে থেকে রিকশায় করে যাচ্ছিলেন এক দম্পতি। এ সময় হঠাৎ এক ছিনতাইকারী রিকশা যাত্রীর মোবাইল ছোঁ মেরে নিয়ে দৌড় দেয়। একই সময়ে বিষয়টি সেনা বাহিনীর একটি টহল দলের সদস্যদের নজরে আসে। তাৎক্ষণিকভাবে সেনা সদস্যরা ওই ছিনতাইকারীকে ধাওয়া করে। সেনা সদস্যদের ধাওয়ার বিষয়টি বুঝতে পেরে ছিনতাইকারী মেইন রাস্তা পাড় হয়ে গলির ভেতরে ঢুকে যায়।

এরপরও সেনা সদস্যরা তাকে ধাওয়া করে। এভাবে প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ছিনতাইকারীর কাছ থেকে মোবাইল উদ্ধার করে ভুক্তভোগী ওই দম্পতিকে ফেরত দেওয়া হয়।

শুক্রবার বিকেলে ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা দুই কিলোমিটার ধাওয়া দিয়ে ছিনতাইকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হওয়া ওই ছিনতাইকারীর নাম- মো. সুজন (২২)। সে আদাবর থানার আলিফ হাউজিং এলাকার বাসিন্দা। আটক সুজন কিশোরগঞ্জ সদর থানার পুথিসকন এলাকার মো. দুলাল মিয়ার ছেলে।

আরও পড়ুন...