দুই দশক পর ড্যাবের কেন্দ্রীয় কাউন্সিল শুক্রবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দল পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব । ছবি: সংগৃহিত

পিবিএ,ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দল পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে । আর তার প্রক্রিয়া শুরু হয় বিএনপিপন্থী চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে। গত ৩ ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ড্যাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বলা হয়েছিল তিন মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। অবশেষে তা আগামীকাল (২৪মে ) শুক্রবার হতে যাচ্ছে। প্রায় দুই দশক পর ড্যাবের কাউন্সিল হতে যাচ্ছে বলে জানা গেছে।

ড্যাব সংশ্লিষ্টরা জানান, ড্যাবের পূর্ণাঙ্গ কমিটি নির্বাচনের জন্য আগামীকাল (২৪মে ) শুক্রবার কাউন্সিল অনুষ্ঠিত হবে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাউন্সিল চলবে। বিভিন্ন বিষয়ে আলোচনা শেষ চলবে কাউন্সিলরদের ভোট গ্রহণ। বিভিন্ন জেলা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এবং আহ্বায়ক কমিটির নেতারা ভোট দিবেন।

ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার জানান, শুক্রবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাউন্সিল চলবে। ৬৫টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক কমিটির নেতারা মিলে মোট ২৬৫ জন কাউন্সিলর ভোট দিবেন।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি বর্তমান কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়। ১৬১ সদস্য বিশিষ্ট নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক হন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। সদস্য সচিব হিসেবে ডা. ওবায়দুল কবির খান এবং কোষাধ্যক্ষ হিসেবে ডা. মহিউদ্দিন ভুঁইয়া মাসুম মনোনীত হন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল। পাশাপাশি এই আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন করে নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে মর্মে নির্দেশ দেয়া হয়েছিল। এখন নির্ধারিত সময়ের মধ্যেই কেন্দ্রীয় সম্মেলন করবে ড্যাব।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...