পিবিএ, ডেস্ক : পাকিস্তানের হাই কমিশনার সোহেল মাহমুদ ভারতে ফিরবেন। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। পাকিস্তান বলেছে, তারা হাই কমিশনারকে আবারও ইসলামাবাদে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।
সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর দুই দেশই তাদের হাই কমিশনারকে নিজ দেশে ডেকে পাঠায়।
গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা এলাকায় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে বাহিনীটির অন্তত ৪০ সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ হামলার দায় শিকার করে। এরপর থেকে ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত।
এরপর ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালায়। এতে উত্তেজনা চরমে ওঠে। ভারতের হামলার পরের দিন ভারতীয় বিমান ধ্বংসের পাশাপাশি পাইলট অভিনন্দনকে আটক করে পাকিস্তান। পরে শান্তির বার্তা হিসেবে পাইলটকে মুক্তি দেয় ইসলামাবাদ। এর ফলে বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা কমে এসেছে।
পিবিএ/জেডআই