দুই পুঁজিবাজারেই সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন

dse-and-cse

পিবিএ,ঢাকা: দেশের দুই পুঁজিবাজারে (ডিএসই এবং সিএসই) বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সূচকের উথানে শেষ হয়েছে লেনদেন। বেশীরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই’তে ১ হাজার ৩৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৭ কোটি ৬৮ লাখ টাকা কম। গতকাল এ বাজারে ১হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৪৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৬ টির, কমেছে ১২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৫০ পয়েন্টে। ডিএসইএস সূচক শূণ্য দশমিক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৯ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৩৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৪ টির, কমেছে ১০২ টির এবং ২৭টির অপরিবর্তিত রয়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...