দুই বছরেও পরিচয়পত্র মেলেনি কুবি শিক্ষার্থীদের

ইমরান হোসাইন,কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এখনাে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র মেলেনি। ভর্তির প্রায় ২১ মাস পরেও বিশ্ববিদ্যালয়র ১৪ তম আবর্তনের শিক্ষার্থীরা পরিচয়পত্র পাননি। অথচ একজন শিক্ষার্থীর পরিচয় মেলে এই পরিচয়পত্রে।

শিক্ষার্থীরা বলেন, প্রায় দুই বছরেও আমরা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পাইনি। এতে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন পােহাতে হচ্ছে ভােগান্তিও। পরিচয়হীনতায় ভুগছি। অতি দ্রুত যেন আইডি কার্ড প্রদান
করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেই দাবিই করছি। বাংলা বিভাগের শিক্ষার্থী ফারজানা নিলা বলেন, “পরিচয়পত্র না থাকায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের একজন সদস্য হতে পারিনি এখনাে। এ ছাড়া আমাকে আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই অতি দ্রুত আমাদের পরিচয়পত্র দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

এদিকে বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ সেশনের। শিক্ষার্থীদের পরিচয়পত্রর মেয়াদ ছিল ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত। অনার্স শেষ না হলেও আইডি কার্ডের মেয়াদ শেষ হওয়ায় বিভিন্ন সময় বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁদের।এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মাে. আবু তাহের বলেন, যে যে হলে আছে তাঁরা যদি সে হল প্রভােস্টের মাধ্যমে আবেদন করে তাহলে অতি দ্রুত সময়ে তাঁদের পরিচয়পত্র পেয়ে যাবে। প্রয়োজনে আমরা আইডিকার্ডের জন্য ১৪ ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে ইনফরমেশন নিতে একটা ফরম বানিয়ে দেব, ওইমফরম পূরণ করেও তারা আইডি কার্ড পেয়ে যাবে। এ ছাড়া যাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাঁরাও আবেদন করলে আইডি কার্ডের মেয়াদ বাড়ানাের ব্যবস্থা করা হবে।’

আরও পড়ুন...