দুই বছর ইন্টার্নশিপ বাতিলের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ (ভিডিওসহ)

পিবিএ,ঢাকা: দুই বছর ইন্টার্নশিপ বাতিলের দাবিতে উত্তরা সোনারগাঁও সড়ক ও জনপথের গোলচত্তরে অবরোধ করে বিক্ষোভ করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার( ৫ সেপ্টেম্বর) দুপুর ১২ থেকে সড়ক অবরোধ করে। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, উত্তরা ইউমেন্স মেডিকেল কলেজসহ একাধিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণ করে।

এ সময় শিক্ষার্থীরা ‘ইন্টার্নশিপ দুই বছর,মানি না, মানবো না’ ‘উপজেলায় পোস্ট খালি,ইন্টার্ন কেন হবে বলি’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে এবং অবিলম্বে দুই বছর ইন্টার্নশিপের প্রস্তাবনা বাতিলের দাবী জানিয়ে স্লোগান দিতে থাকে।

আন্দোলন সম্পর্কে জানতে চাইলে আন্দোলনরত উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো: মাছুম বিন মাহফুজ- রাফছান প্রেস বাংলা এজেন্সি-পিবিএ’কে বলেন, আমারা দুই বছরের ইন্টার্নশিপ মানি না। এই কারণে আজ আমরা এখানে আন্দোলন করছি। এই আইন বাতিলের দাবির কারণ হিসেবে রাফছান জানান, মেডিকেলের পড়াশোনা শেষ করতে অনেক বেশি সময়ের প্রয়োজন এবং পড়াশোনাটা বেশ কঠিনও । এই নীতিমালা বাস্তবায়িত হলে এমবিবিএস ডিগ্রি শেষ করে চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন পেতে একজন শিক্ষার্থীর কমপক্ষে সাত বছর সময় লাগবে। তাছাড়া উপজেলা পর্যায়ে কোনও কনসালটেন্ট থাকেন না, সেখানে শিক্ষার্থীদের শেখার মতো কিছু নেই। তাছাড়া নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। বর্তমান প্রেক্ষাপটে চিকিৎসা ব্যবস্থায় নারী চিকিৎসক রয়েছে । আমাদের ভাইদের সাথে বোনরাও লেখাপড়া করছে। এরা কেউ বাসায় থেকে, হোস্টেলে থেকে লেখাপড়া করছে। নিজ ক্যাম্পাসে ইন্টার্নশিপ করে থাকে। এই বিশাল সংখ্যক নারী চিকিৎসককে উপজেলা পর্যায়ে নিরাপত্তা কে দেবে? আমরা প্রায়ই দেখি উপজেলা পর্যায়ে বিসিএস চিকিৎসরাও হামলার শিকার হচ্ছে। এই অবস্থায় নারী চিকিৎসকদের নিরাপত্তা কে দিবে?

সরকার ইন্টার্নশিপ দুই বছরের ঘোষণা করে জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করছেন। ইন্টার্নশিপ চিকিৎসা দেওয়ার সময় নয়, এটা শেখার সময়। তাই জনগণের সঙ্গে প্রতারণা না করে ও স্বাস্থ্যখাত ধ্বংস না করে অতি শিগগিরই দুই বছর ইন্টার্নশিপের প্রস্তাবনা সরাসরি বাতিল চাই। সারাদেশের প্রায় সব মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এমন অযৌক্তিক প্রস্তাবনার বিরুদ্ধে নিজেদের ক্যাম্পাসে আন্দোলন করছে। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আশা করি সরকার এই সিদ্বান্ত থেকে সরে আসবে। পরে শিক্ষার্থীরা দুপুর ১ টায় সড়ক অবরোধ উঠিয়ে নিয়ে বিক্ষোভ মিছিল সহকারে নিজ ক্যাম্পাসে ফিরে যায়।

প্রসঙ্গত, গত ২৭ অগাস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘মেডিকেল কলেজ/ ডেন্টাল কলেজ/প্রতিষ্ঠান এর এমবিবিএস/বিডিএস কোর্সের মেডিকেল শিক্ষার্থীদের ইন্টার্নশীপ প্রশিক্ষণ ও ইন্টার্নশীপ ভাতা প্রদান সংক্রান্ত নীতিমালা-২০১৯’ এর খসড়া প্রকাশ করা হয়।

https://www.facebook.com/sangbadik.net/videos/657295668084418/

বর্তমানে পাঁচ বছরের এমবিবিএস কোর্সের পর মেডিকেলের শিক্ষার্থীদের এক বছর নিজ প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে হয়, নতুন নীতিমালার যা দুই বছর করার প্রস্তাব করা হয়েছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...