পিবিএ ডেস্কঃ টেলিভিশনের জগতে করণ ওয়াহি খুবই পরিচিত একটি মুখ। ট্রেলারেই দেখা যাচ্ছে, উর্বশীর যৌন আবেদনময় রূপ। ‘হেট স্টোরি’ সিরিজের অন্য ছবিগুলির মত এখানেও প্রেম–যৌনতা–প্রতিশোধ এই তিনটি ধারাকেই বজায় রাখা হয়েছে। গল্পের প্লট সেরকম আহামরি নয়, তবে অন্য দিকগুলি ভালই ফুটিয়ে তোলা হয়েছে ছবিটিতে। বিশেষ করে উর্বশীর হট লুকস। যা একেবারেই অন্য রকম করে তুলেছে অভিনেত্রীকে।
দুই ভাই এবং তাঁদের ভালবাসার মানুষ এক। দুই ভাইয়ের সঙ্গে প্রেম করে অন্তরঙ্গে উর্বশী। এই নিয়েই ছবির গল্প। ছবিতে উর্বশীকে দুই ভাইয়ের সঙ্গেই অন্তরঙ্গ মুহূর্তে দেখা যাবে।
পিবিএ/এমএস