পিবিএ,ঢাকা: জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পূর্বকোদালিয়া দক্ষিণপাড়া মহল্লায় কাউছার হোসেন (২৩) নামের এক পশু ডাক্তারকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে খাষপুখুরিয়া ইউপির সংরক্ষিত সদস্য শিরিন সুলতানার বাড়িতে এঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত ইউপির সংরক্ষিত সদস্য শিরিন সুলতানাকে আটক করেছে পুলিশ। কাউছার ওই গ্রামের এন্তাজ আলীর ছেলে।
নিহত কাউছারের স্বজনেরা জানান, কাউছারের বাবা এন্তাজ আলীর সঙ্গে মহিলা মেম্বার শিরিন সুলতানার স্বামী রফিকুল ইসলাম বকুলের জমি সংক্রান্ত বিরোধ ছিলো দীর্ঘ দিনের। শুক্রবার বিকেলের দিকে বাড়িতে দাওয়াতের কথা বলে কাউছারকে ডেকে নিয়ে ঢেকির চুরুন ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে এবং বড় ভাই মিল্টন (৩২)কে আহত করেছে খুনিরা। আহত মিল্টন (৩২) ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ৩টার দিকে মারা যান বলে নিশ্চিত করেছেন চিকিৎসক। এছাড়া আরও ৩ জন আহত হয়েছে।
চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। রাতেই আসামি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিরিন সুলতানাকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।
পিবিএ/ইএইচকে