করোনা মহামারিতে মানবিক সহায়তা

দুই শতাধিক পরিবারকে এক মাসের খাদ্য দিলেন রাসেল সরকার

পিবিএ, গাজীপুর : গাজীপুর নগরীরর দুই শতাধিক অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মাঝে এক মাসের চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়েছেন । তিনি গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।
তিনি সোমবার দুপুরে গাজীপুরের ভোগড়া এলাকার নিজবাড়ির পাশেই ওইসব মানুষের মধ্যে এক মাসের খাবার তুলে দেন তিনি। করোনা সচেতনতায় লোক সমাগম কমিয়ে এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়। এদিকে এমন দুঃসময়ে খেটে খাওয়া মানুষগুলো খাবার পেয়ে বেজায় বেশ খুশি।


রাজধানী ঢাকাসহ বিভাগী সারাদেশের মানুষের পরিবারের তিন বেলা পেটের ভাতের জোগান কিভাবে, সেই চিন্তায় দিন কাটাচ্ছেন অসহায় মানুষগুলো। এরই মধ্যে অনেকেই এইসব অসহায় মানুষগুলোর পাশে নিজেদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াচ্ছেন। কেউ নিজের বাড়ি ভাড়া মওকুফ করে দিচ্ছেন, কেউবা এক মাসের খাবার তুলে দিচ্ছেন অতিদরিদ্র পরিবারের মাঝে। কেউবা দরিদ্র পরিবারের মানুষের হাত ধোয়া ও মাইকিং করে সচেতন করে তুলছেন। অতিদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এমনই একজন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।
সহায়তা পেয়ে উচ্ছশিত একজন জানান, ১০ কেজি চাল, আলু ৫ কেজি, পেঁয়াজসহ বিভিন্ন সামগ্রী পেয়েছেন । এসব পরিবারে অন্তত আগামী একমাস তাদেরকে তিনবেলা খাবার নিয়ে চিন্তা করতে হবে না। অনেকেই বলছেন, গাজীপুরের যুবলীগ নেতা শুধু রাসেল সরকারের মতো এই ভাবে প্রতিটি জেলার প্রতিটি শহরএবং গ্রামের যারা বিত্তশালী যারা সচ্ছল তারা সবাই এভাবে দরিদ্র অতি দরিদ্র মানুষদের পাশে এসে দাঁড়ালেই অতিদরিদ্ররা কিছুটা হলেও উপকৃত হবেন।

কামরুল আহসান সরকার মুঠোফোেন পিবিএ-কে বলেন, আমরা সবাই কোন না কোন ভাবে কষ্টে আছি। এসময় সবারই দায়িত্ব একজন আর একজনের পাশে দাড়ানো। এই মানুষগুলোর দিন খুব কষ্টের মধ্যে কাটছে সময়। আমি আমার সাধ্যমতো পাশে দাড়িয়েছি। যার সামর্থ্য আছে সবারই এইসব মানুষের পাশে দাড়ানো উচিত।

পিবিএ/মোআ

আরও পড়ুন...