দুই শিক্ষার্থীকে গুলি করে হত্যা, সন্ত্রাসী নাসির গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পাবনায় দুই শিক্ষার্থীকে গুলি করে হত্যা করার অভিযোগে অস্ত্রধারী সন্ত্রাসী নাসিরকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফয়জুল ইসলাম।

র‍্যাব জানায়, গত ৪ আগস্ট পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদের উপর গুলিবর্ষন করে ২ জন শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী নাসিরকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

গ্রেফতার নাসিরকে পাবনা পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন...