পিবিএ,ঢাকা: দৈনিক দিনকাল পত্রিকার মফস্বল সম্পাদক আনওয়ারুল কবীর বুলু ও সিনিয়র সাব-এডিটর সৈয়দ আকরামের চাকরিচ্যুতির প্রতিবাদে শনিবার দিনকাল কার্যালয়ে ডিইউজের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডিইউজে সভাপতি কাদের গণি চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহল আমীন গাজী, বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।
সভায় দুজন সিনিয়র সাংবাদিকের চাকরিচ্যূতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে তাদের পুনর্বহাল ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবী জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিইউজে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহীন হাসনাত, আনওয়ারুল কবীর বুলু, যুগ্ম সম্পাদক এরফানুল হক নাহিদ, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, গাজী আনোয়ারুল হক, দেওয়ান মাসুদা সুলতানা, আবুল কালাম, রফিক লিটনসহ নির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিট প্রধানগণ।
পিবিএ/এএইচ